গত বৃহস্পতিবার রাজ্যের রেডিওগ্রাফাররা স্বাস্থ্যভবনের সামনে সমবেত হয়ে ইন্টারভিউ রেজাল্ট প্রকাশ ও রেডিওলজি পি পি পি ইউনিট বাতিল এর দাবি তুলে সরব হন। ইন্টারভিউ হওয়া একবছর হতে চলল অথচ লিস্ট প্রকাশিত না হওয়ার কারণ জানতে চেয়ে তাঁরা হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড এর স্মরণাপন্ন হন। দফতরের ডেপুটি সেক্রেটারি ডা. প্রবীর কুমার পুরকাইত ও ল' সেল এর অফিসার সুনিতা মাঝির সঙ্গে কথা বলে রহস্য খোলসা হয়। সূত্রের খবর অনুযায়ী কনট্রাকচুয়ালয়ে কর্মরত দুজন ব্যক্তি বয়সের ছাড় চেয়ে কেস করেছে ( প্রসঙ্গত উল্লেখ্য তাঁদের বয়স ৫০ বছর)। ওই রেজাল্টের সাপেক্ষে কেস পেন্ডিং থাকায় লিস্ট প্রকাশ করা সম্ভব হয়নি। তবে কেস না মিটলেও লিস্ট প্রকাশের একটি আইনি উপায় বলে দিয়েছেন ল' সেল অফিসার সুনিতা মাঝি, তাঁর বক্তব্য অনুযায়ী ২ টো পোস্ট হোল্ড করে বাকি সিট রেজাল্ট প্রকাশ করা সম্ভব। এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড এর সেক্রেটারি। তাঁরা এই বিষয়ে আলোচনা করে পরে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন। প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ জানান উপস্থিত টেকনোলজিস্ট রা ।
এর পর স্বাস্থ্যভবনের আসিসট্যান্ট ডিরেক্টর ডা. সমীর সরকারের সঙ্গে পি পি পি অবস্থান নিয়ে কথা বলেন রেডিওগ্রাফার রা। তিনি জানান রেডিওলজির PPP unit বন্ধ হবে, নতুন করে Tender pass হবে না। ভোটের পর এই পক্রিয়া শুরু হবে। এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাই সময় লাগবে। প্রথমে X ray PPP উঠবে, ধীরে ধীরে CT, MRI ও উঠে যাবে। এটাই ছিল রেডিওগ্রাফারদের প্রধান দাবি, এটার সদুত্তর পেয়ে আশার আলো দেখেন তাঁরা। কেননা বেসরকারি পি পি পি ইউনিট রেডিওগ্রাফারদের নিয়োগের প্রধান অন্তরায়।
এটি রেডিওগ্রাফাররা তাদের সাফল্য হিসেবে দেখছেন।
1 Comments
Hello boss
ReplyDelete