প্রেস বিজ্ঞপ্তি
Dear Editor/Chief Reporter/Bureau Chief, 
            স্বাস্থ্যভবন থেকে সদ্য প্রকাশিত রিক্রুটমেন্ট নোটিশে মেডিক্যাল টেকনোলজিস্ট বিভিন্ন বিভাগের শূন্যপদ বেরোলেও বাদ পড়েছে রেডিওগ্রাফার রা। নিয়মিত নিয়োগ না হওয়ায় ট্রেনিং শেষে তাঁরা কর্মহীনতার স্বীকার হচ্ছে। রেডিওলজিতে ক্রমবর্ধমান বেকারত্বের একমাত্র ও অন্যতম কারণ PPP Model এর নামে রেডিওলজি ডিপার্টমেন্টের বেসরকারিকরণ। সরকারের এই পলিসি রেডিওলজি  টেকনোলজিস্ট দের ভবিষ্যৎ নস্ট করছে। এই পেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের রেডিওগ্রাফার রা পি পি পি মডেল বাতিল ও দ্রুত নিয়োগের দাবিতে স্বাস্থ্যভবন অভিযান ও শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। 
আমাদের দাবি সমূহ :-
১) রেডিওলজির পিপিপি মডেল বাতিল করতে হবে  অথবা ডি আর ডি কোর্স পড়ানো বন্ধ করতে হবে।
২) নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে অগ্রাধিকার দিতে হবে । 
৩) অবিলম্বে রেডিওলজির অঘোষিত রেজাল্ট প্রকাশ করে, নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি দিয়ে গৃহীত 1128 পদের মধ্যে বর্তমান শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে।
৪) প্যারামেডিক্যাল সেক্টরকে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে ডিগ্রি কোর্সে রূপান্তরিত করতে হবে।
৫) WBAMPMC কর্তৃক শুরু হওয়া মেডিক্যাল টেকনোলজিস্ট দের রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরো বেশি সক্রিয় করতে হবে। 
৬) ফ্যাকাল্টি কর্তৃক ঢালাও লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে । ডায়াগনস্টিক সেন্টারে প্যারামেডিক্যাল কোর্স করানো যাবে না।
৭) বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আসন সংখ্যা ধারণ করার সক্ষমতা ও পরিকাঠামো আছে কিনা ক্ষতিয়ে দেখার অনুরোধ রাখছি।
৮) বেসরকারি প্রতিষ্ঠানে কোর্স করার পর সেই প্রতিষ্ঠানে ২৫-৫০ % কর্মে নিযুক্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। অন্যথায় ওই প্রতিষ্ঠান স্টুডেন্ট নিতে পারবে না।
৯) বিভিন্ন হাসপাতালে রেডিওলজি বিভাগে মেশিন অকেজো হয়ে পড়ে রয়েছে, সেগুলো দ্রুত মেরামত করে পুনরায় কাজ চালু করতে হবে।
১০) বেসরকারি প্যারামেডিক্যাল (কলেজ) প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ৮০ % প্রশিক্ষিত টেকনোলজিস্ট রাখতে হবে।
          মিডিয়া পারসনদের প্রোগ্রামটিতে উপস্থিত থাকার এবং ইভেন্টটিকে সামাজিক গণমাধ্যমের মধ্যে দিয়ে সবার নজরে  আনার জন্য  অনুরোধ করা হচ্ছে ।
• Please note date and time of event:
DATE: 04.02.2021
TIME: 11.00 AM
Place: Health recruitment board, Salt Lake, Sector V, Bidhannagar, Kolkata- 700 091
Regards with,
Motirul Rahman Sheikh
Behalf of
West Bengal Medical Technologist Radio-Diagnostic
Contact : 7797583010