কলকাতা:- এই মুহূর্তে রাজ্য জুড়ে তোলপাড় সদ্য বিজেপিতে যাওয়া রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী আবার সেই পুরাতন দলনত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ঘাসফুলের ফিরতে চেয়ে আবেদন। এই রকমই একটি ঘটনা সোশ্যাল মিডিয়াা এবং সংবাদমাধ্যম থেকে ভেসে আসছে। যেে রাতারাতি শুভেন্দু অধিকারী তার নিজের ভুল বুঝতেেে পেরেছেন এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীরী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পা ধরে ক্ষমাা প্রার্থী হতে চান।
কিছু সংবাদ মাধ্যমে জানা গেছে যে শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরে যেতে আবারো তিনি তৃণমূলের হেভিওয়েট নেতাদের কাছে নিজের ব্যক্তিত্ব উপলব্ধি করাতে চান।
যদিও শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিশ্বস্ত হেভিওয়েট বিশ্বস্ত তৃণমূল কর্মী এবং মন্ত্রী হয়ে কাজ করছিলেন। তবে জানা গিয়েছে তিনি একমাত্র বিজেপিতে গিয়েছেন নারোদা এবং সারদা মামলা থেকে রেহাই পেতে বলে জানা যাচ্ছে।
সরাসরি নিচের লিং ক্লিক করে দেখুন:-https://youtu.be/Zuz6qyNumDI
0 Comments