কলকাতা:- চলতি মাসেই সরকারি কর্মচারীরা আবার 4 % হারে ডিএ বেতন বৃদ্ধিধি হতে চলেছে । যেটা চলতি মাসে জুন মাসেই বাড়তি টাকা পেতে চলেছেন রাজ্যেযের সমস্ত কর্মচারীরা। লকডাউন এর আগেই সরকারি কর্মচারীদের 4 শতাংংশ হারে বেতন বৃদ্ধিধি হয়ে গিয়েছিল কিন্তু করণা পরিস্থিতি আরো প্রতি মারি অর্থাথাৎ মহামারীতে রূপ ধারণ করে নেওয়াাই সরকারি কর্মচারীদের ডিএ বকেয়াা আরো দুই মাস পিছিয়েে দেওয়া হয়। যার ফলে সামনেই এবার জুন মাসে সরকারি কর্মচারীরা আশায় বুক বেধে বসে আছেন । যে 4 শতাংংশ হারে তারা ডিি এ পেয়ে যাবেন।

          কৈশোর মাইতি থেকে জানা গেছে সরকারি কর্মচারীদের বেতন অর্থাৎ দিয়ে বেতন বৃদ্ধি খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে শীঘ্রই আসতে চলেছে। তবে কি সরকারি কর্মচারীদের বেতন করনা পরিস্থিতি কমানো নিয়ে কোনো সন্দেহই রয়েছে না বলে অনেকেরই মতামত।

          তবে অনেকেই আবার প্রশ্ন করছেন যে এই মহামারীর মধ্যেই কোভিদ সিচুয়েশনের মধ্যেই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে সরকারি তহবিল এ বিশাল একটা অর্থ ভাব দেখা দিবে এনিয়ে উপর মহলে আরো একটি বড় বিতর্ক দেখা যাচ্ছে।