গত সপ্তাহের সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘঘ ভাতা করণা সংকটের মধ্যেই দ্বিগুণ করা হয়েছে। প্রতিমাসের ডিএ বা মহার্ঘ ভাতা হিসেবে দ্বিগুণ করা হয়েছে। 105 টাকা থেকে বাড়িয়ে়ে়ে 210 টাকা পর্যন্ত ডিএ বা মহার্ঘ ভাত বাড়ানোো হয়েছে। অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। গত শুক্রবারই মহার্ঘ ভাতা বাড়ানোো হয়েছে শ্রমদপ্তর এবং অর্থ দপ্তর থেকে। যার ফলে কেন্দ্রীরীয় সরকারি কর্মচারীদের বেতন প্রতি মাসে ন্যূনতম হিসেবে বৃদ্ধি পাওয়ার জন্য কর্মচারীরা খুবই উপকৃত হবেন।
বাজারের ঊর্ধ্বমুখী জিনিসপত্রের দাম এর উপর ভিত্তি করেই শ্রমিকদের সামঞ্জস্যতা বজায় রাখার জন্য কর্মচারীদের বেতন বাড়ানো খুবই দরকার ছিল। কেন্দ্রীয় শ্রম মন্ত্রি সন্তোষ গাংগুয়ার জানিয়েছেন অস্থায়ী, স্থায়ী ,ঠিকানা ও শ্রমজীবী মানুষের বিভিন্ন ধরনের তেল, খনি ,লোহা, শিল্প-কারখানায় কর্মজীবী মানুষেরা যাতে তাদের নিজের সামঞ্জস্যতা বজায় রাখতে পারেন তার জন্যই বেতন বাড়ানো হয়েছে যার ফলে কেন্দ্রীয় সরকারের আওতায় 1 কোটি 50 লক্ষ কর্মী উপকৃত হবেন। ফলে 1 লা জুলাই থেকে সর্বোচ্চ সরকারি কর্মচারীদের বেতন বেড়ে 28% বিয়ে হতে চলেছে।
0 Comments